বুধবার ২১ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | কয়েক ঘণ্টা জলে থাকলেই জটিল রোগ সারবে! পূর্ব বর্ধমানে 'ওয়াটার থেরাপি'র রমরমা, কী বললেন চিকিৎসকরা?

Pallabi Ghosh | ১৭ মে ২০২৫ ১৮ : ৪৩Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: অত্যাধুনিক চিকিৎসার যুগে গরম জল দিয়ে চিকিৎসার মাধ্যমে দুরারোগ্য ব্যধি নিরাময়ের দাবি করা হচ্ছে। কবিরাজের দাবি, এতে নাকি নিরাময় হচ্ছে হার্ট, কিডনি, লিভার, ব্রেস্ট টিউমার, জরায়ু টিউমার থেকে শুরু করে প্রেগনেন্সি সমস্যার। 

 

'ওয়াটার থেরাপি' চিকিৎসার মাধ্যমে মাত্র ২-৩ ঘণ্টা জলে থাকলে সব রোগের সমাধান হতে পারে। নিতে হচ্ছে না আর ওষুধ। শুধু তাই নয়, হাতে ও পায়ে ইলেকট্রিকের শক দিয়ে চলছে চিকিৎসাও। এমনি দৃশ্য দেখা গেল পূর্ব বর্ধমানের গাংপুর স্টেশন সংলগ্ন এলাকায়। ব্যানারে বড় বড় করে লেখা রয়েছে 'জল চিকিৎসা'। 

 

প্রশ্ন উঠছে, বর্তমান আধুনিক চিকিৎসার যুগে কীভাবে এই চিকিৎসা চালাচ্ছেন এক 'কবিরাজ'। চিকিৎসা করতে আসা কয়েকজন জানান, তাঁরা সমাজমাধ্যমে দেখে এই চিকিৎসা করাতে এসেছেন। এমনকী তাঁরা আগে যেসব ওষুধ খেতেন, তাও নাকি তারা বন্ধ করে দিয়েছেন। চিকিৎসার ফল হাতেনাতে পাচ্ছেন বলে দাবি করছেন রোগীরা।

 

এ বিষয়ে থেরাপি সেন্টারের কর্ণধার কবিরাজ বিধানচন্দ্র মান্না জানান, এটা হল ওয়াটার থেরাপি অর্থাৎ জল চিকিৎসা। এটা বহু পুরনো এক চিকিৎসা পদ্ধতি। উন্নত চিকিৎসা আসার পর থেকে মানুষের মন এই চিকিৎসা থেকে সরে গেছে। ওয়াটার থেরাপিতে জ্বর থেকে শুরু করে ক্যানসারের চিকিৎসাও করা হয় বলে জানান বিধানচন্দ্র মান্না। এমনকী সুগার, থাইরয়েড, ব্লাডপ্রেসারের মত সমস্যার সমাধান হট ওয়াটার থেরাপির মাধ্যমে হচ্ছে বলে জানান তিনি। 

 

তাঁর কথায়, ওয়াটার থেরাপিতে কোনও ওষুধ দেওয়া হয় না। শুধুমাত্র জরিবুটি, নিম তেল ব্যবহার করা হয়। এছাড়া আরও একটা পদ্ধতি রয়েছে 'জিরো ভোল্ট'। যাঁরা দীর্ঘদিন ধরে প্রেগনেন্সি নিয়ে ভুগছেন, তারও চিকিৎসা করা হয়। বেশিরভাগ রোগ চার মাসের মধ্যে নিরাময়ও হয়ে যাচ্ছে বলে তাঁর দাবি। তাঁর মতে, এটা নিয়ে স্বীকৃতি নেওয়ার কিছু নেই কারণ। এটা হচ্ছে পুরনো দিনের চিকিৎসা পদ্ধতি। 

 

অন্যদিকে পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় জানান, 'এভাবে জল দিয়ে চিকিৎসা পদ্ধতি আমার জানা নেই। সকলকে সচেতন হওয়া দরকার। আমি বিষয়টি স্বাস্থ্য দপ্তরে জানাব।' জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রমের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, 'এই চিকিৎসা বিষয়ে আমার কাছে কোনও তথ্য নেই, আমি খবর নিয়ে দেখছি।' 

 

পাশাপাশি এবিষয়ে প্রখ্যাত চিকিৎসক ডাঃ সৌম্যরাজ ব্যানার্জি বলেন, 'এটা একটা থেরাপি, এটা চিকিৎসা পদ্ধতি না। কিন্তু, এই ওয়াটার থেরাপি বা হাইড্রো থেরাপি করে কোনও রোগ সেরে যাচ্ছে, এরকম কোনও ব্যাখ্যা কোনও মেডিক্যাল সংক্রান্ত বই বা কোথাও কিছু লেখা নেই। কেউ যদি কিছু দাবি করে থাকেন, সেটা একান্তই তাঁর ব্যক্তিগত দাবি। মেডিক্যালের কোনও ব্যাখ্যা নেই। কোনও প্রমাণ নেই এবং এটাকে মানা যাবে না। এটা বুজরুকি ছাড়া আর কিছু নয়।' 


East BurdwanWater Therapy

নানান খবর

নানান খবর

দিনে দুপুরে সোনার দোকানে ডাকাতি, গুরুতর জখম কর্মচারী, লুঠ ৪০ লক্ষ টাকার সোনা

হাতে দু’ঘন্টা সময়, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সাত জেলায় ধেয়ে আসছে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট

গৃহপালিত পশুর পর অজানা কারণে সিতাইয়ে এক পরিবারের তিনজনের মৃত্যু, আতঙ্কিত গ্রাম, পরিদর্শনে স্বাস্থ্য আধিকারিক ও বিডিও

চন্দন দাস কি চা-বিস্কুট খাবে আর চলে যাবে? এসপিকে ধমক মুখ্যমন্ত্রী মমতার

বাবার সঙ্গে রাগারাগি করে বাড়ি ছেড়েছিলেন, হ্যাম রেডিও তিন মাস পর বাড়ি ফেরাল যুবতীকে

বুধবার থেকেই ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা, রইল আবহাওয়ার বড় আপডেট

পচনশীল ও অপচনশীল আবর্জনা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে আয়োজিত হল র‌্যালি

পুলিশের জালে তিন মোবাইল চোর, উদ্ধার ৭০টি ফোন

মিলবে আধুনিক পরিষেবা, রেডক্রস সঞ্জীবন হাসপাতাল উদ্বোধন করলেন মন্ত্রী শশী পাঁজা

ডাম্পারের ধাক্কায় মৃত্যু বাবার, ছেলেকে দিয়ে দেহাংশ তোলাল পুলিশ

বিকেল হতেই জেলায় জেলায় শুরু বৃষ্টি, চলবে কতদিন জানুন ক্লিক করে 

পাশে রাজ্য সরকার, চাকরিতে যোগ দিলেন অপহৃত উকিল বর্মণের ছেলে পরিতোষ বর্মণ

গঙ্গার পাড়ে মিটিং করতে এসে গ্রেপ্তার সাত, সাইবার প্রতারণা চক্র?‌ 

জগন্নাথ মন্দির দর্শন আরও সহজ, ৬টি ভলভো বাস উত্তরবঙ্গ থেকে আসবে দিঘায়, ‌‌জানালেন মমতা  

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতেই উদ্বোধন, শিলিগুড়িতে পথ চলা শুরু টেকনো ইন্ডিয়া গ্রুপ ওয়ার্ল্ড স্কুলের

সোশ্যাল মিডিয়া